রি-স্টার্ট ইয়োর লাইফ - re start your life
এমন যদি হতাে, জীবনটাকে আবার নতুন করে শুরু করা যেত আমরা হয়তাে ভুলে ভরা অতীতটাকে বদলাতে পারবাে না, কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন জীবনের সূচনাতো করতে পারি। প্রতিটি সূর্যোদয় একটি নতুন প্রভাত নিয়ে আসে নতুন প্রভাত আনে নতুন সম্ভাবনা প্রতিটি সম্ভাবনা দেয় সুন্দর আগামীর হাতছানি। বাধার পাহাড় ডিঙ্গিয়ে মনের জমিনে কিভাবে সফলতা ও ভালোবাসার চাষ করব তার সবই তুলে ধরেছি আমার অভিজ্ঞতার আলােকে শেষ কবে প্রিয়জনকে নিজ হাতে চিঠি লিখেছেন? আঠা দিয়ে খামের মুখটা বন্ধ করে স্ট্যাম্প সেঁটে হেঁটে গিয়ে ডাকবাক্সে শেষ কবে চিঠি ফেলেছেন তা হয়তাে অনেকের মনেই নেই। সিনেমার নয়, প্ৰেরনার ইনিয়াস কাঞ্চন কি-বাের্ডের টাইপিংনয়, হাতে লেখা অক্ষর নিয়ে এসেছি। চিঠি নয়,তবে সেই একই আবেগ ভরা আমার গবেষণালব্দ সেল্প ডেভেলপমেন্ট বই। পাঠকরা আমার প্রিয় জন। প্রিয়জনদের সেল্প ডেভেলপমেন্টের জন্য তাদের সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা করেছি।